Sunday, February 9, 2014

ভালোবাসা????

শেষ কবে নীলার সাথে কথা হয়েছিলো মনে নেই । তবে ব্রেক আপ এর দিনটির বেশ মনে পরে.........

নীলা রাত জেগে পরাশুনা করে আমি জানতাম । সারাদিনের বেশ ধকল শেষে ঘুমিয়ে পড়েছিলাম রাত ১১ টায় ই ।
কখনো ওকে রাতে ফোন দিয়ে বিরক্ত করতাম না । আসলে ওর ই নিষেধ ছিল । ফ্যামিলি প্রবলেম ।
সুখেই যাচ্ছিল আমাদের দিন গুলো ।

বন্ধুদের কাছ থেকে শুনতাম ইদানিং রাতে নাকি নীলার ফোন ওয়েটিং পাওয়া যায় । এসব কথা কানেই নিতাম না ।
নীলার প্রতি পূর্ণ বিশ্বাস ছিল আমার ।

রাত ৩ টা । ঘুম ভেঙ্গে যায় এক দল আর্ত মানুষের চিৎকারে । কিছু বুঝে উঠার আগেই কে যেন বলে উঠলো
...... ভাবি মারা গেছেন ।
পুরো ব্যাপারটা বুঝে উঠতে কয়েক মিনিট সময় লেগেছিল ।
সবাই কে জানানোর জন্য ফোন দিচ্ছিলাম দুর্ঘটনা টি ।
নীলা ও বাদ যায় নি ।
এতো রাতে নীলার ফোন ওয়েটিং ।
৩ বার ফোন দেয়ার পর রিসিভ করে...............
: কি ব্যাপার । এতো রাতে ওয়েটিং ????
: হুম কি বলবা বল ।
: কি বলবো মানে ???
: কার সাথে কথা বলছিলে এতো রাতে ???
: তোমার কি দরকার ? কি বলবে সেটা বল ??
: ভাবি মারা গেছেন কিছুক্ষণ আগে । এটা জানাতেই ফোন দিয়েছিলাম । তাতে আমার কি ? এটা কাল সকালে বল্লেই তো পারতে...............
: ওকে সরি , ডিস্টার্ব করলাম , ভালো থেকো ।

তারপর আর কখনো কথা হয় নি । ৩ বছরের রিলেশন কে ইতি টেনে সেখানেই শেষ করেছিলো সব সম্পর্ক ।

কি দোষ ছিল আমার কারন টা আজও অজানা । একটি বারের জন্য জানার চেষ্টা ও করিনি ।  জানার চেষ্টা টাও এক ধরনের অনধিকার চর্চার মধ্যে পড়বে ।
নিঃসঙ্গ হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আজ প্রায় বছর খানেক পর । প্রায় ভুলেই গিয়েছিলাম ওর কথা । দুঃস্বপ্ন , যত দ্রুত ভুলা যায় ততই ভালো ।

আনমনে কিছুক্ষণ ঘুরা ঘুরির পর হটাত সামনের দিকে তাকিয়েই হতবাক হয়ে গেলাম । এ যে নীলা । এতদিন পর আবার দেখতে পাবো ভাবিনি । একটি ছেলের হাত ধরে রাস্তা পার হচ্ছে । আমাকে দেখেও না দেখার ভান করছে ।

গোমতীর পাড়ে বসে আছি ।
নিঃসঙ্গ পথিক । 

নিঃসঙ্গ সন্ধ্যা ।
মাথার অনেক উপর দিয়ে একটি চিল উড়ে গেল । ঘুরে ফিরে এক ই জায়গায় বারবার চক্কর দিচ্ছে চিল টা ।

নিঃশব্দে গাল বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল ।
সময় টা যেন খুব দ্রুত ই কেটে যাচ্ছে .........................................

Collected

আবেগী ভালোবাসা

-তোমাকে যদি আমি আই লাভ ইউ বলি ,তাহলে তুমি কি করবে।
-তোমাকে ঠাস করে একটা থাপ্পর দিবো ।
- ওউ তাহলে থাক বলবো না।
-না বললে তোমার দুটো গালে দুটো থাপ্পর দিবো।
- কি বলছো আই লাভ ইউ বললেও মারবে না বললেও.মারবে।
- হ্যা ।
-কিন্তু কেনো
-কারন তুমি যখন আমাকে আই লাভ ইউ বলবে তখন আমি তোমার উপর ভিষন রেগে গেছি এটা দেখানোর জন্য একটা থাপ্পর মারবো। আসলে কিন্তু আমি তোমার ওপর একদমি রেগে থাকবো না। তবে তোমাকে সেটা নিরবে হজম করে নিতে হবে।
-আর আই লাভ ইউ না বললে থাপ্পর মারবে কেনো ??
- কারন আমি তোমাকে ভআলোবাসি , আর তাই তোমাকেও আমায় ভালোবাসতে হবে । সো সে কারনে তোমাকেই আগে আমায় আই লাভ ইউ বলতে হবে। আর যদি তুমি না বল তাহলে আমি সত্যি সত্যি রেগে গিয়
মারবো। বুঝলে।
- না ।ভাবছি
-কি ভাবছো ??
-ভাবছি তোমার হাত থেকে ছাড়া পাওয়ার কোন উপায়.আছে কিনা।
-কি বললে তুমি এত সহজে আমার হাত থেকে তুমি ছারা পাবে না। তারাতারি আমাকে আই লাভ ইউ
বলো।
-আচ্ছা ঠিক আছে বলছি। "আই লাভ ইউ"
- কি হল গালে হাত দিয়ে বসে আছো কেনো ??
- না মানে তুমি থাপ্পর মারবেতো তাই। আচ্ছা থাপ্পরটা একটু আস্তে মারা যাবে না।
- কি বলছো তুমি ,আমি কেনো তোমাকে মারবো।আর তুমি হঠাৎ আমাকে আই লাভ ইউ কেনো বলছো। কি হয়েছে তোমার??
- হ্যা না কই কিছু না কিছু না তো। একটু পা পা পানি খাওয়াবে প্লিজ।
- ঠিক আছে দিচ্ছি দাড়াও ।উফ কিযে করো না মাঝ রাতে ঘুম থেকে উঠে।
- জান আমি না আমাদের প্রেমের প্রথম দিনেযে কথা গুলো হয়েছিলো সপ্নে দেখেছিলাম।
-ওউ সে জন্য তুমি হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে আই লাভ ইউ বলছো।
-হ্যা জান ঠিক তাই।
-হুম আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ যখন বলেই ফেলেছো তাহলে সেদিনকার মত আমার হাতে একটা থাপ্পর খেয়ে আবার ঘুমিয়ে পরো।